দক্ষিনদিনাজপুর

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বিজেপি প্রাক্তন মহিলা কর্মী, অভিযোগের তীর বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে

ঘর থেকে উদ্ধার বিজেপির প্রাক্তন মহিলা কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার শেরপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, জেলা নেতৃত্ব ও অনান্য কর্মীদের দ্বারা মানসিক হেনস্থা ও অপমানে ওই কর্মী আত্মঘাতী হয়েছে। 

জানা গেছে, মৃতার নাম মৌসুমী মজুমদার(৪০), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার শেরপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে। মৌসুমি দেবী বিজেপির জেলা মহিলা সহ সভাপতি হিসেবেই পরিচিত ছিলেন। গত বছর আগস্টে তিনি বুনিয়াদপুর পুর-নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  কিন্তু পরবর্তীতে জেলা সভাপতির সঙ্গে মতবিরোধ বাধে মৌসুমি দেবীর। ঘটনা প্রসঙ্গে, কয়েক দিন আগে একটি দলীয় সভায় জেলা সভাপতিকে চড় মারার ঘটনা প্রকাশ্যে এসেছিলো। এরপরে জেলা সভাপতির বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে থানার লিখিত অভিযোগ দায়ের করেন ওই নেত্রী। পরে জেলা বিজেপি সংগঠনের পক্ষ থেকে মৌসুমি মজুমদারকে দল থেকে বহিঃস্কার করা হয়। সোমবার রাতে ওই বহিঃস্কৃত মহিলা নেত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার ঘর থেকে। তার পরিবারের অভিযোগ, বিজেপির জেলা ও স্থানীয় নেতা কর্মীদের দ্বারা হেনস্তার কারণে মৌসুমী মজুমদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

এবিষয়ে মৃত বিজেপি মহিলা কর্মীর স্বামী প্রদীপ মজুমদার অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে বিজেপি পার্টি অফিসে মৌসুমিকে অপমান করা হয়। যার কারণে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলেও দাবী করেন তিনি। 

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার পাল্টা দাবী করে বলেন, ওই কর্মীর মৃত্যুর জন্য তাদের দলের কেউ জড়িত নয়, তবে এই ঘটনায় অন্য কারন থাকতে পারে বলে তিনি দাবী করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/Yw-uZwYbt7U